![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-329760-1595778410.jpg)
শাবিতে গাছ কাটা নিয়ে লুকোচুরি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড চালাতে টিলার সম্মুখভাগের পর এবার কাটা পড়েছে গাছ। তবে গাছ কাটা নিয়ে লুকোচুরি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্মাতা প্রতিষ্ঠান। গাছ কাটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব একটা বড়ভাবে না দেখলেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে নির্মাতা প্রতিষ্ঠান। এদিকে গাছ কাটার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।