![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffeni-pic-1-20200726215932.jpg)
৩০ জনকে দাফন-কাফন করে করোনায় আক্রান্ত ইয়াছিন
ফেনীর পরশুরাম উপজেলায় করোনায় কিংবা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন-কাফনে নেতৃত্ব দেয়া ইয়াছিন শরিফ মজুমদার (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন।রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানান ইয়াছিন। জ্বর, সর্দি ও কাশি দেখা দিলে ২২ জুলাই ইয়াছিন শরিফের নমুনা সংগ্রহ করে নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রোববার দুপুরে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।