You have reached your daily news limit

Please log in to continue


‘কী বলব ভাই, হাতে চার আনাও নাই’

কয়েক বছর হলো শরীরটা ভালো যাচ্ছে না লোকশিল্পী কাঙালিনী সুফিয়ার। সংসার চালাতে সেই অসুস্থ শরীর নিয়েই গাইতে যাচ্ছেন নানা জায়গায়। করোনায় সেসবও বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক মাস ধরে চরম টানাপোড়েন যাচ্ছে তাঁদের। খাবার নেই, ফুরিয়ে এসেছে ওষুধ। এই সংকটকাল কীভাবে পাড়ি দেবেন, ভেবে আকুল এই শিল্পী।ঈদে পরিবার নিয়ে যেতে চেয়েছিলেন রাজবাড়ির রামদিয়ায়। গাড়িভাড়ার টাকাও হাতে নেই। ‘কোনবা পথে নিতাইগঞ্জ যাই’, ‘বুড়ি হইলাম তোর কারণে’ গেয়ে যে পরিচিতি ও মানুষের ভালোবাসা তিনি পেয়েছিলেন, সেটাই এত দিন তাঁকে বাঁচিয়ে রেখেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মাসিক অর্থসহায়তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন