কৃষকের চোখের সামনে ডুবে যাচ্ছে হাজার বিঘা জমির ধান

জাগো নিউজ ২৪ উল্লাপাড়া প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১০:৫৯

‘চোখের সামনে আমার ৬ বিঘা জমির আউশ ধান ডুবে গেল, আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম। আর এক সপ্তাহ পরেই ধানগুলোর শীষ বের হত। বোরো ধান কাটার পরপরই তড়িঘড়ি করে জমি চাষ দিয়ে এই আউশ ধান করা হয়েছে। ৬ বিঘা জমিতে কমপক্ষে ১২০ মন ধান পেতাম। যার দাম এক লাখ ২০ হাজার টাকা। কিন্তু এই টাকা বানের পানিতে গেল।’ এভাবেই কথাগুলো ফোনে বলছিলেন বগুড়া জেলার ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের কৃষক হেলাল খাঁ। একইরকম কথা বললেন, একই গ্রামের কৃষক জয়নাল তালুকদার। তারও তিন বিঘা জমির ধান ডুবে গেল বানের পানিতে।

এ কথা শুধু হেলাল খাঁ আর জয়নাল তালুকদারের না। বৃষ্টি-বন্যায় হাজারও কৃষকের কণ্ঠে শুধু এখন আফসোসের সুর। হেলাল বলেন, ‘ধুনট উপজেলার উল্লাপাড়া, চরপাড়া, ফকিরপাড়া, শৈলমারী, নলডাঙ্গা, এলাঙ্গী, গোসাইবাড়ী, ভাণ্ডারবাড়ী, শিমূলবাড়ী, শেরপুর উপজেলার, শালপা, গজারিয়া, রোরৈতলী, বোয়ালকান্দিনহ ধুনট ও শেরপুর উপজেলার ২০ ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির ফসল গত ৩-৪ দিনে পানির নিচে চলে গেছে। এতে কৃষকরা খুব দুশ্চিন্তায় পড়েছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও