![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsamira-20200724211944.jpg)
সালমান শাহের পোশাকের নিলাম নিয়ে যা বলছেন সামিরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ২১:১৯
গুণী নির্মাতা শিবলী সাদিক পরিচালিত মৌসুমী এবং সালমান শাহ 'অন্তরে অন্তরে' ছবিটি ১৯৯৪ সালে মুক্তি পায়। সেই ছবিতে সালমান একটি লাল রঙের টিশার্ট ব্যবহার করেন। মাথায় পড়া ব্যান্ডটিও বেশ নজর কেড়েছিল।
এতো বছর পরে সেগুলো নিলামে উঠছে। মামুনুর রেজা মামুন নামে এক সালমান ভক্ত প্রায় ২০ বছর ধরে সংরক্ষণে রেখেছেন টিশার্ট এবং ব্যান্ডটি। তিনিই প্রিয় নায়কের ব্যবহার করা এ জিনিসগুলো নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।