![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F24%2Fdr_mahfujor_rahman.jpg%3Fitok%3DpYvyFHl-)
ঈদ রাঙাতে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান
এনটিভি
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৬:১৫
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদকে রাঙাতে বেশ কয়েক বছর ধরে গানের ডালি নিয়ে হাজির হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্ণধার ড. মাহফুজুর রহমান। সেই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদেও দর্শক-শ্রোতাদের গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। তাঁর এবারের একক সংগীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়। তবে অনুষ্ঠানটির শিরোনাম কী হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাহফুজুর রহমানের গাওয়া গানগুলো এটিএন বাংলায় প্রচারিত হয়। প্রতিটি গানের সঙ্গে থাকে মিউজিক ভিডিও। এটিএন কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও বেশ কিছু মৌলিক গান পরিবেশন করবেন ড.
- ট্যাগ:
- বিনোদন
- গান
- সংগীতানুষ্ঠান
- মাহফুজুর রহমান