আইসিএল খেললে নিষিদ্ধ হবেন, জানতেনই না নাফীসরা
বাংলাদেশ ক্রিকেটের জন্য কালো একটি অধ্যায় ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)। যে টুর্নামেন্টে নাম লিখিয়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শাহরিয়ার নাফীস, ফরহাদ রেজা, আফতাব আহমেদ, ধীমান ঘোষ, নাজিমউদ্দিন, মোশাররফ রুবেল, তাপস বৈশ্যর মতো নির্ভরযোগ্য খেলোয়াড়রা। যাদের সামনে ছিল লম্বা ক্যারিয়ার। আইসিসির অস্বীকৃত এ টুর্নামেন্ট খেলায় মূলত নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও পরে এ সিদ্ধান্ত বাতিল করতে খুব একটা সময় নেয়নি বিসিবি। পুনরায় জাতীয় দলে খেলেছেন নাফীস, আফতাব, ফরহাদ, নাজিমউদ্দিনরা। কিন্তু কেউই আসলে সে অর্থে আন্তর্জাতিক ক্যারিয়ার এগিয়ে নিতে পারেননি।
এই আইসিএল খেলতে গেলে নিষেধাজ্ঞা দেয়া হবে, এ বিষয়টি জানতেনই না সেই টুর্নামেন্টে যোগ দেয়া খেলোয়াড়রা। অন্যান্য সব ঘরোয়া টুর্নামেন্টের মতো করে ভেবেই সেখানে খেলতে গিয়েছিলেন নাফীসরা। কিন্তু নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তাদের কাছে আসে বিনা মেঘে বজ্রপাতের মতো।