সরগরম স্বাস্থ্য অধিদফতর এখন নিশ্চুপ, সবার ভেতর আতঙ্ক-উৎকণ্ঠা

বাংলা ট্রিবিউন স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১০:৩৬

সব সময়ই সরগরম থাকতো মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবন হিসেবে প্রতিষ্ঠিত ‘স্বাস্থ্য ভবন’ । ঝাঁ চকচকে ভবনের সর্বত্রই নতুনত্বের ছাপ। নিচ তলায় বা দিকে করোনা প্রাদুর্ভাবের পর বিশাল রুম জুড়ে শুরু হয় সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ। কিন্তু বুধবার (২২ জুলাই) দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত অধিদফতরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ভবনের সেই সরগরম ভাব নেই, আতঙ্ক আর ভয় সবার ভেতরে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুদক, ডিবির যাতায়াত এবং অধিদফতরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এক অস্থির এবং আতঙ্কিত সময় কাটাচ্ছি। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, না জানি আবার কার বিরুদ্ধে অভিযোগ আসে, তদন্ত শুরু হয়-সে আতঙ্ক চলছে। কে কাকে কী বলবে, কথা বলতেই তো সবাই ভয় পাচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও