![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F23%2Fbhairab-kydnaper-sagor-mia.jpg%3Fitok%3DrzYqg3gZ)
২৫ দিন পর ভৈরবের অপহৃত কিশোরী উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব থেকে অপহৃত এক কিশোরীকে ২৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর মিয়া (২০), তার ভাই আফজাল মিয়া ও বোন শাহিদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীসহ গ্রেপ্তারকৃতদের পুলিশ বুধবার বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে। কিশোরী আদালতে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ সময় ম্যাজিস্ট্রেট ওই কিশোরীকে তার বাবার জিম্মায় এবং তিন আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভৈরব থানার উপপরিদর্শক (
- ট্যাগ:
- বাংলাদেশ
- অপহরণ
- আসামি গ্রেফতার
- জবানবন্দী