![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Falaska-20200722132821.jpg)
বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে আশপাশের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে আঘাত হেনেছে এ ভূমিকম্প।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ভূস্তর থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।