
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা এখনো ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন। এ পর্যন্ত সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ২ হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে।
আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬৪০ জন। দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনো সব জায়গায় ত্রাণ পৌঁছাতে পারেনি। ভূমিকম্পের কয়েক দিন পর গতকাল বৃহস্পতিবারও বেঁচে থাকা মানুষজনকে উদ্ধারে এবং ত্রাণ পৌঁছে দিতে বেগ পেতে হয়।
গত রোববার রাতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোয় দারিদ্র্যপীড়িত আফগানিস্তানে এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন এ কম্পনে কুনার ও নানগারহার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভূমিকম্পে ঘুমন্ত মানুষের ওপর কাদামাটি ও ইটের ঘর ধসে পড়ে। পরাঘাতের (ভূমিকম্পের পরবর্তী ছোট ছোট ভূকম্পন) ভয়ে মানুষজন খোলা আকাশের নিচে বাস করছেন। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।