দীর্ঘায়িত হচ্ছে বন্যা, ঈদের আগে ভোগান্তি থেকে মিলছে না মুক্তি

বাংলা ট্রিবিউন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১১:৫৫

স্বল্প সময়ের ব্যবধানে দুই দফা বন্যায় প্রায় তিন সপ্তাহ ধরে পানিবন্দি জীবন নিয়ে নাকাল কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার অর্ধশতাধিক ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষ। জল-কাদা আর ভাঙনের সঙ্গে নিত্য বসবাসকারী এসব মানুষের জন্য সহসা কোনও সুখবর নেই। জেলার নদ-নদীগুলোতে বিপৎসীমার মধ্যে থাকা পানি দুই-তিন দিন কিছুটা কমার পর আবারও বাড়তে শুরু করেছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বর্ষণ আর উজানের ঢলে আগামী কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থেকে পরিস্থিতির অবনতি হয়ে বানভাসিদের দুর্ভোগ আরও বাড়বে। ঈদুল আজহার আগে পানিবন্দি দশা ও ভোগান্তি থেকে মুক্তি মেলার সম্ভাবনা নেই।চলমান বন্যায় জেলার চার শতাধিক চরসহ নদ-নদী অববাহিকার এলাকাগুলো যেন অখণ্ড জলরাশিতে রূপ নিয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে বাঁধ, উঁচু সড়ক কিংবা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও