যে সব স্বাস্থ্য সমস্যার দাওয়াই পিয়াজের জুস
                        
                            বাংলাদেশ প্রতিদিন
                        
                        
                        
                         প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১০:৪৩
                        
                    
                স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার সমাধান করতে পারে পিয়াজ। ওজন কমানো থেকে শুরু করে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নানা স্বাস্থ্য সমস্যার দাওয়াই পিয়াজের জুস। তাই আমরা খাদ্যতালিকায় পিয়াজ রাখতে পারি।
পিয়াজের জুসের উপকারিতা ও রেসিপি:
ওজন কমাতে: এতে ফ্যাট নেই বললেই চলে। তবে ফ্ল্যাভানয়েড অ্যান্টিঅক্সিডেন্টে  ভরপুর এই উপকরণটি হজমের উন্নতি ঘটায়। ফলাফল ওজন কমাতে সহায়ক। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, পিয়াজের রস আর মধু মিশিয়ে খালি পেটে নিয়মিত খেলে শরীরে বাড়তি চর্বি জমতে দেয় না।
- ট্যাগ:
 - লাইফ
 - স্বাস্থ্য উপকারিতা
 - পেঁয়াজের জুস