![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Jul/21/1595345431829.jpg&width=600&height=315&top=271)
ইউক্রেনে ২০ জনকে জিম্মি করেছে এক বন্দুকধারী
ইউক্রেনের পশ্চিমের শহর লাটস্কে ২০ জনকে একটি বাসে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শোনা গেলেও এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দুকধারীর উদ্দেশ্যও এখনো স্পষ্ট নয়। স্বরাষ্ট্র উপমন্ত্রী অ্যান্টন হেরাশ্চেনকো বলেন, লোকটি তার কাছে একটি বোমা রয়েছে বলে দাবি করেছে। পুলিশ জিম্মিদের উদ্ধারের বিশেষ অপারেশন শুরু করেছে এবং সমঝোতার বিষয়েও কথা চলছে।