
ঢাকা দক্ষিণে ১১ স্থানে বসবে কোরবানির হাট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মোট ১১ স্থানে কোরবানির হাট বসবে। তৃতীয় পর্যায়ের ইজারা মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসসিসির তথ্য কর্মকর্তা আবু নাছের এই তথ্য নিশ্চিত করেছেন।
তৃতীয় পর্যায়ের ইজারা মূল্যায়নের পর কোরবানির পশু বিক্রির হাট হিসেবে চূড়ান্ত হয়েছে- হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন এলাকা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন আশেপাশের খালি জায়গা, আফতাব নগর ইস্টার্ন হাউজিং ব্লক–ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২ এর খালি জায়গা।