
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো আসামি পালানোর খবর পাওয়া যায়নি।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের মূল ফটকে ভাঙচুর চালানো হয়, একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় দায়িত্বে থাকা কারারক্ষীরা হামলার শিকার হয়ে আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা সেনাবাহিনী ও পুলিশ। সেখানে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে এ দিন দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে এবং পরে দলটির নেতা-কর্মীদের গাড়িবহর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। একই দিন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ইউএনওর গাড়িবহরে হামলা হয়।