গরু বিক্রি করে লাভ নয়, পুঁজির চিন্তায় খামারিরা
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পশুর হাটে গরু ওঠানো শুরু করেছেন ব্যবসায়ী ও খামারিরা। নরসিংদীতে এবছর স্থায়ী পশুর হাট ছাড়াও প্রতি উপজেলায় থাকছে না আগের মতো অস্থায়ী পশুর হাট। এরইমধ্যে নরসিংদীতে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে, কিন্তু সেই পরিমাণে বিক্রি হচ্ছে না।
জেলার সর্ববৃহৎ পুটিয়া বাজারে গিয়ে গরু ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত যেখানে যেখানে হাট শুরু হয়েছে, সেখানে শুধু পশু বিক্রেতারাই আসছেন। হাজার হাজার পশু উঠছে হাটে, কিন্তু ক্রেতা নেই। ব্যবসায়ী ও খামারি সবারই একই কথা লাভ চাই না, পুঁজি চাই।