আফগান ছাত্রীরা উদ্ভাবন করলো সাশ্রয়ী ভেন্টিলেটর
যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ হল হেরাত। সেখানকার বাসিন্দাদের সংঘাত আর নানা ধর্মীয় বিধিনিষেধ মেনেই বেঁচে থাকতে হয়। আধুনিক শিক্ষা যেন তাদের কাছে স্বপ্নের মত। কিন্তু সেই প্রদেশের একদল ছাত্রী বিস্ময়কর ভেন্টিলেটর আবিষ্কার করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। এই ভেন্টিলেটর করোনাভাইরাস মহামারী থেকে মানুষের প্রাণ বাঁচাতে অনেক কার্যকরী, দামে অনেক সাশ্রয়ী এবং ওজনেও বেশ হালকা।
সুমাইয়া ফারুকী (১৮) ও তার সমবয়সী আরও ছয় তরুণী নিয়ে ‘দ্য অল ফিমেল আফগান রোবটিক টিম’ নামের একটি দল আছে তাদের। এই দলটি রোবট তৈরি করে ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও জিতেছে। মার্চের শুরুতে যখন করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করলো তখন তারা ওপেন সোর্সের ভিত্তিতে কম দামের ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করে।