![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/07/21/122914daut.jpg)
মা-মেয়ে লিফটে চারদিন, জীবন বাঁচাল নিজেদের 'ইউরিন'
চীনের ৮২ বছর বয়সী এক নারী ও তার ৬৪ বছর বয়সী মেয়ে লিফটে আটকা পড়া অবস্থায় চারদিন ছিলেন। জীবন বাঁচাতে এ সময় তারা একে অন্যের প্রস্রাব পান করেছেন।
জানা গেছে, চারতলা বাড়িতে লিফটে আটকা পড়েছিলেন ওই মা-মেয়ে। লিফটের ভেতর তাদের কাছে কোনো খাবার ছিল না। এমনকি ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না।