বিক্রি হতে চলেছে ভারতের ৭ টি রাষ্ট্রায়াত্ত ব্যাংক
করোনাভাইরাসের কারণে ঝিমিয়ে পড়া ব্যাংক শিল্পকে আবারো সচল করে তুলতে অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণ করার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে পাঁচে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি পরিকল্পনায় অধিকাংশ শেয়ার বিক্রি করা হবে ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক,ব্যাংক অফ মহারাষ্ট্র ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। বর্তমানে ভারতে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণ করার প্রস্তাব ঘোষণা করা হবে। বর্তমানে তারই খসড়া তৈরিতে ব্যস্ত রয়েছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবটি প্রস্তুত হলে তা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।