কেন এমন সেলিব্রেশন স্টোকসের?
তিনি এখন ইংল্যান্ডের এক নম্বর তারকা। দলের প্রয়োজনে সব সময় তিনি দুরন্ত পারফরম্যান্স দিয়েছেন। কখনো বলে, কখনো ব্যাটে। বেন স্টোকস মানেই এখন ইংল্যান্ডের অন্যতম ভরসা। ভারতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, এই মুহূর্তে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। করোনার কারণে বিশ্বের অন্যান্য জায়গা ক্রিকেট খেলা বন্ধ থাকলেও ইংল্যান্ডে শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খেলা। দীর্ঘদিন পর টেস্ট সিরিজ খেলতে নেমেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে দুরন্ত বেন স্টোকস। ক্যারিয়ারের দশ নম্বর সেঞ্চুরি করে ফেলেছেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন তিনি সেঞ্চুরি করেই অদ্ভুত এক সেলিব্রেশন করেছিলেন। বাঁ-হাতের তিনটি আঙুল মুড়ে সেই সেলিব্রেশন-এর অর্থ কী! ৩৫৬ বলে ১৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন স্টোকস। শুধু তাই নয়, চতুর্থ উইকেটে ২৬০ রানের পার্টনারশিপ খেলেছেন তিনি।