![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F09%2Fregent-hospital-uttara-070720-01.jpg%3Fitok%3DZZK6qkDz)
রিজেন্টে করোনা চিকিৎসায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসার নামে প্রতারণায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকার ও রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক আজ রোববার অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আবদুল হালিম সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ দিয়েছেন। নোটিশে সরকারকে রিজেন্টের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দিতে বলা হয়েছে।