![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F16%2Fhc.jpg%3Fitok%3Dqj4dUp5n)
ভার্চুয়াল আদালতে এক সপ্তাহে সাড়ে ১৭ হাজার জামিন
মহামারি করোনাকালে গত এক সপ্তাহে, অর্থাৎ গত ১২ জুলাই রোববার থেকে ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে অধস্তন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ১৭ হাজার ৫৯০ জন আসামি। একই সঙ্গে পাঁচ হাজার ৩১৯টি মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে এক হাজার ১৭৪ জনকে। আজ রোববার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান। গত ৪ জুলাই স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি শুধু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছিলেন প্রধান বিচার