‘করোনা হচ্ছে এক্স-রে, সমাজের ভঙ্গুর কঙ্কাল বেরিয়ে পড়েছে’
করোনাভাইরাস মহামারী আরও সমতাপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ার প্রজন্মের সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এছাড়া, এ ভাইরাস আমাদের হাঁটুতে নামিয়ে এনেছে। এ মহামারী বিশ্বের ভঙ্গুরতা তুলে ধরেছে। দারিদ্র্য দূরীকরণ এবং বৈষম্য সঙ্কুচিত করায় যেসব অঞ্চল অগ্রগতি করছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই তারা বহু বছর পিছিয়ে গেছে বলেও মনে করেন তিনি।
শনিবার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আন্তর্জাতিক স্তরে শক্তি, সম্পদ এবং সুযোগকে আরও বিস্তৃত ও সুষ্ঠুভাবে ভাগ করে নেয়ার জন্য গ্লোবাল ডিলের আহ্বান জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.