You have reached your daily news limit

Please log in to continue


সুশান্তের মৃত্যুতে অনেকটা বদলে গেছে বলিউড!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের এখনও নিষ্পত্তি হয়নি। কিন্তু তার অকালে চলে যাওয়ার মাত্র এক মাসের মধ্যে বলিউডের চেনা চিত্রে আমূল পরিবর্তন এসেছে। জনমানসে ধাক্কা খেয়েছে বড় বড় প্রযোজনা সংস্থা এবং স্টারকিডদের ভাবমূর্তি। আগে বলিউডের চেনা ও সহজ ফর্মুলা ছিল, গল্প যাই হোক না কেন, তারকাদের সন্তানরা (স্টারকিড) অভিনয় করলে সাফল্য অনেকটাই নিশ্চিত। সঙ্গে অবশ্য থাকতে হত একটা বড় ব্যানার। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই দাবি উঠেছে, স্টারকিডদের বয়কট করার। ফলে অভিনয়ের সুযোগ তো বটেই, তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এনডোর্সমেন্ট ও বিভিন্ন ইভেন্টে হাজিরার ক্ষেত্রেও। স্টারকিডদের ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল বহু দিনই। এখন সেটা বদলে গেছে ঘৃণায়। ফলে ইন্ডাস্ট্রিতে কদর বাড়তে চলেছে বহিরাগতদের। রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানার মতো অভিনেতা, যারা পারবারিক ধারা ও গডফাদার ছাড়াই অভিনয়কে পেশা হিসেবে নিয়েছেন, তাদের সমাদর বেড়েছে অনেকটাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন