
দৃষ্টিহীনকে বাসে তুলে দিয়ে ‘বাড়ি’ পুরস্কার পেলেন কেরালার নারী
দৃষ্টিহীন এক মানুষকে রাস্তা পার করিয়ে, কন্ডাকটরকে অনুরোধ করে বাসে ওই ব্যক্তিকে তুলে দিচ্ছেন এক নারী। এমনই একটি ভিডিও ভাইরাল হয় গত সপ্তাহে। এমন সহৃদয় ব্যবহার মন ছুঁয়ে গিয়েছিল বহু মানুষের। পৃথিবী থেকে যখন দয়া-মায়া শুকিয়ে আসছে তখন ওই নারীর এমন কাণ্ডের প্রশংসা করছেন সবাই। পুরস্কার হিসেবে একটি বাড়িও পেলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়।