পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

জাগো নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৩:৫৭

পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাতে রাজধানী ইসলামাবাদসহ রাওয়ালপিন্ডি, পেশোয়ার, চিত্রাল, সুয়াত, দির ও মালাকান্দসহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।


পিএমডি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। এর গভীরতা ছিল প্রায় ২৩৪ কিলোমিটার। গভীর উৎপত্তিস্থলের কারণে ভূমিকম্পের ধাক্কা ব্যাপক এলাকায় অনুভূত হলেও স্থলভাগে এর ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে সীমিত ছিল।


ভূমিকম্পের পর দেশজুড়ে জেলা প্রশাসন ও জরুরি প্রতিক্রিয়া ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের সঠিক মাত্রা ও প্রভাব যাচাইয়ে তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে পিএমডি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।


এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং গুজব না ছড়িয়ে সরকারি সূত্রের নির্দেশনা অনুসরণ করতে বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও