মৃত্যুহার কম মানেই সন্তুষ্টি নয়
বাংলাদেশে করোনায় মৃত্যুহার কম, ঠিক এই কারণে আত্মতুষ্টি লক্ষণীয় করোনাভাইরাস নিয়ন্ত্রণ যারা করবেন তাদের মাঝে। সামগ্রিক লকডাউন আর হলোই না, টুকরা টুকরা যে লকডাউন চলছে সেটাও যে খুব ভালোভাবে হচ্ছে তা নয়। গত রোববার লকডাউনে থাকা রাজধানীর ওয়ারী এলাকায় নমুনা দিয়েছিলেন ১৩ জন, ১২ জনেরই করোনা পজিটিভ এসেছে। বোঝাই গেল কোনো উপকার করেনি এই বিচ্ছিন্ন লকডাউন। শুধু শুধু এলাকার লোকজন একটা বন্দিজীবন কাটাচ্ছেন।