![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhome-20200718085410.jpg)
ভারতে বিক্রি হচ্ছে না বাড়ি, বিপাকে আবাসন ব্যবসায়ীরা
করোনাভাইরাসের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে গোটা বিশ্ব। মানুষের স্বাভাবিক জীবন-যাপন থেকে শুরু করে অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে এ ভাইরাস। থমকে পড়েছে বৈশ্বিক আমদানি-রফতানি। আর এই করোনা অন্যান্য খাতের পাশাপাশি বড় ধরনের প্রভাব ফেলেছে ভারতের আবাসন খাতে। দেশটিতে গত ১০ বছর অর্থাৎ এক দশকের মধ্যে সবচেয়ে কম বাড়ি বিক্রি হয়েছে এবার।