কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ সরকার চাই

ঢাকা টাইমস মহিবুল ইজদানী খান ডাবলু প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ০৮:২৬

১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের ভূমিতে পা রাখেন আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শূন্য থেকে বিত্ত গড়ে তোলার স্বপ্ন নিয়ে সংগ্রামে নামেন বঙ্গবন্ধু। বাংলাদেশের চারিদিকে তখন শুধু হাহাকার আর যুদ্ধবিদ্ধস্ত ধ্বংসের নিদর্শন। যেদিকে চোখ যায় শুধু নাই, নাই আর নাই। এমন এক পরিস্থিতির মধ্যে বাঙালিকে রক্ষার লক্ষে বঙ্গবন্ধু বিশ্ব দরবারে সাহায্যের হাত বাড়ান। বঙ্গবন্ধুর অনুরোধে সমাজতান্ত্রিক দেশসহ বিভিন্ন দেশ থেকে আসতে থাকে সাহায্য। কিন্তু জাতির এতই দুর্ভাগ্য যে সেই সাহায্যের অনেকাংশ গরিবের ঘরে না গিয়ে উঠে আওয়ামী লীগ নামধারী কিছু সংখ্যক সুযোগ-সন্ধানী ও সুবিধাবাদীদের হাতে। দুর্নীতিপরায়ন এসব ব্যক্তিরা বিদেশি সাহায্য কালোবাজারে বিক্রি করে রাতারাতি বিত্তশালী হয়ে যায়। তাই একদিন বঙ্গবন্ধু বলেন, আমার কম্বল আমি পাইনি। কোথায় গেল আমার কম্বল? আমি এত কষ্ট করে বিদেশ থেকে আমার দেশের মানুষকে রক্ষার জন্য ভিক্ষা করে সাহায্য নিয়ে আসি আর সেই সাহায্য চোরেরা সব চুরি করে খায়l এই চোরেরা আর অন্য কেউ না, ছিল আওয়ামী লীগের ভেতরে থাকা দুর্নীতিবাজ ও সুবিধাবাদী ব্যক্তি। সেদিন আওয়ামী লীগের ভেতরে থাকা কিছু সংখ্যক দুর্নীতিবাজ বঙ্গবন্ধুর স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও