![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnancy-20200717182511.jpg)
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর বিলাসে মেতেছেন ন্যান্সি
কোনো অনুষ্ঠানে যোগ দিতে নয়, সুনামগঞ্জে পর্যটন স্পটগুলোতে ঘুরতে এসেছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। যিনি কন্ঠশিল্পী ন্যান্সি নামেই পরিচিত।জনপ্রিয় এই শিল্পী শুক্রবার, ১৭ জুলাই সুনামগঞ্জের পর্যটন স্পট হিসেবে পরিচিত তাহিরপুরের নয়নাভিরাম জায়গাগুলো ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলো পরিবারের সদস্যরাও।