সাইবার হামলার লক্ষ্য ছিলো ১৩০টি অ্যাকাউন্ট: টুইটার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ১৪:৫৭
সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় হ্যাকাররা ১৩০টি অ্যাকাউন্টকে লক্ষ্য বানিয়েছিল বলে বৃহস্পতিবার জানিয়েছে টুইটার। প্রভাবশালী মার্কিন ব্যক্তিদের অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে ওই ঘটনায়।মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেসলা প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যামাজন প্রধান জেফ বেজোসসহ অন্যান্য ব্যক্তিদের অ্যাকাউন্টের দখল নিতে টুইটারের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশ করেছে হ্যাকাররা। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিটকয়েন হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।