আপনার এলাকার বাতাস কতটা দূষিত জানাবে গুগল ম্যাপ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১৫:৫৫
গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।
তবে এখন আপনার শহরের বায়ু কতটা দূষিত তা জানতে পারবেন গুগল ম্যাপ থেকেই। বাতাসের গুণগত মান কোন এলাকায় কেমন তা বোঝাতে কালার কোড সিস্টেম ব্যবহার করছে গুগল ম্যাপ। গুগল ম্যাপের মোবাইল এবং ওয়েবসাইট ভার্সনে এই পরিষেবা মিলছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল ম্যাপস
- গুগল ম্যাপ