স্বাধীনতার ইশতেহার পাঠকারী, বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজকে রাজধানীর বনানীর কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বুধবার এশার নামাজের পর রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে শাহজাহান সিরাজের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। রাত পৌনে ১০টায় তাঁকে দাফন করা হয়।
শাহজাহান সিরাজের তৃতীয় জানাজায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, আইনজীবী নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.