জনশক্তি খাত: নেপালের কাছে বাজার হারাবে বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ১৬:২৪

বছর দুয়েক আগে পোল্যান্ডের রাজধানী ওয়ার্শ-তে এক বাংলাদেশির ব্যবসায়িক প্রতিষ্ঠানে কথা হচ্ছিল সেখানকার শ্রমবাজার নিয়ে। কারণ তার আশেপাশে আমরা বেশ কিছু মঙ্গোলীয় চেহারার মানুষ দেখছিলাম বিভিন্ন কাজ করছে। আমার সঙ্গে ছিলেন দেশের আরও দুজন প্রথিতযশা সম্পাদক। সেই ব্যবসায়ী বললেন এরা নেপালের নাগরিক। এও জানালেন, বড় সংখ্যায়, বৈধ পথে এরা ঢুকছে ইউরোপের দেশগুলোতে। নিউ ইয়র্কের যে জ্যাকসন হাইটস-এ পথ চলতে ধাক্কা লাগে কোনও না কোনও বাংলাদেশির সঙ্গে, সেখানে এখন চোখে পড়ছে অনেক নেপালিকে। কাতারের দোহা, আরব আমিরাতের দুবাই, শারজাহ বা আবুধাবিতেও এখন নেপালি শ্রমিকের বড় উপস্থিতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও