তিন ত্রয়ীর তৃতীয় গান
                        
                            আরটিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ১৩:১৫
                        
                    
                ২০১২ সালে প্রকাশিত হয় কলকাতার গায়িকা শুভমিতা বন্দোপাধ্যায়, বাংলাদেশের গায়ক রিজভী ওয়াহিদ এবং গীতিকার রবিউল ইসলাম জীবন ত্রয়ীর করা ‘চোখেরই পলকে’ এবং ‘যদি তুমি’। দুটি গানই বেশ জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘চোখেরই পলকে’, এখনও শ্রোতাদের মুখে মুখে। গান দুটির সুর ও সংগীতায়োজন করেছিলেন ইবরার টিপু।