অকালে চুল পাকছে, ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ০৮:৫১
অকালে চুল পেকে যাওয়া এখন অনেকেরই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত মাথার চামড়ায় (ত্বকে) পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পেকে যেতে পারে। কম বয়সে চুল পাকার ফলে অনেকেই অস্বস্তি বোধ করেন। অনেকে চুল কালো করতে হেয়ার কালার ব্যবহার করেন। কিন্তু বাজারের হেয়ার কালারে থাকা ক্ষতিকারক রাসায়নিক থেকে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থেকে যায়। তাই রং না করে বরং ঘরোয়া উপায়েই এই সমস্যার সমাধান করুন।
চলুন কয়েটি ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।
# গাজরের রস করে নিন। তার সঙ্গে পানি ও চিনি মেশান। এই মিশ্রণ বানিয়ে নিয়মিত খান। দ্রুত উপকার পাবেন।
# পেঁয়াজ বাটা চুলের অকালে পেকে যাওয়া ঠেকাতে অত্যন্ত কার্যকরী উপাদান