কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যমন্ত্রী বললেন, রিজেন্টের বিষয়ে তিনিও জানতেন না

বিডি নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ২০:০৪

কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাহেদের এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির জন্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে আঙুল তোলার পর এই দাবি করলেন তিনি। জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এই বিষয়টি ধরে গত কয়েকদিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চললেও মন্ত্রী দাবি করছেন, অধিদপ্তরের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ‘সমস্যা’ নেই।দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন সচিব উপস্থিত ছিলেন। ভুয়া সনদ দেওয়া, রোগীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়াসহ রিজেন্ট হাসপাতালে নানা অনিয়মের খবর র‌্যাবের অভিযানে প্রকাশ্য হওয়ার পর ওই চুক্তি বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এর মালিক সাহেদ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি এখনও।বিতর্কিত রিজেন্টের সঙ্গে চুক্তি করা নিয়ে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তর গত ১১ জুলাই দাবি করে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশে ওই চুক্তি করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও