![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/14/820495b3583a956d0e8d5c9bbb751f8a-5f0d391372ba4.jpg?jadewits_media_id=1546633)
আরামের পোশাকে একটু ফ্যাশন
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১১:৫৯
এই সময়ে পোশাকে থাকা চাই আরাম। যে কারণে হয়তো ঘুরেফিরে গায়ে উঠছে পাতলা শার্ট বা টি-শার্ট আর নরম কাপড়ের কোনো প্যান্ট। তরুণদের বেলায় আরামের পোশাকের সঙ্গে একটু ফ্যাশনও যোগ হতে পারে—কাট, ছাপা কিংবা নকশায়। জরুরি প্রয়োজন ছাড়া সবারই সময় কাটছে ঘরে। তরুণদের বেলাতেও তা–ই। দুই জোড়া পোশাকই হয়তো ঘুরেফিরে পরছেন অনেকে। এই সময়ে ঘরের পোশাকে থাকা চাই আরাম। যে কারণে হয়তো ঘুরেফিরে গায়ে উঠছে পাতলা শার্ট বা টি-শার্ট আর নরম কাপড়ের কোনো প্যান্ট। ঘরে পরার পোশাকের মজাই তো এটা!
- ট্যাগ:
- লাইফ
- স্মার্ট পোশাক
- ছেলেদের ফ্যাশন