![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/14/1c25bb27452e61e9af76d6767fd61c4c-5f0d3118a7d38.jpg?jadewits_media_id=1546619)
অন্দরসাজে–পর্দা চাদর
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১১:৪১
‘পর্দা ঝুলান। সেগুলো ঘরে পরিপূর্ণতা আনবে। সাজের অন্যতম অনুষঙ্গ লিপস্টিকের মতোই একে চিন্তা করতে হবে।’ বিখ্যাত মার্কিন ডিজাইনার ও অন্দরসজ্জাবিদ পিটার ডানহামের এমন উক্তির সঙ্গে একমত হয়তো হওয়াই যায়। কারণ, ঘরের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে পর্দা আর বিছানার চাদরের ওপর। আসছে ঈদুল আজহা। ঘরের পর্দা বা চাদর নিয়ে নতুন করে ভাবাই যায়। রুচিশীল নকশা ও রঙের পর্দা–চাদর, ঈদের দিনে আপনার ঘরের সাজে পরিপূর্ণতা আনবে। তবে জানালা-দরজার পর্দা ও বিছানার জন্য চাদর নির্বাচনে হতে হবে যত্নবান।