![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3FimgPath%3D2019November%2Fmonoj-20200714115402.jpg)
মনোজ-মানতাশার অলৌকিক সংসার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১১:৫৪
লাক্স সুপারস্টার মিম মানতাশা একটু বেছে বেছে কাজ করেন। গল্প ও চরিত্রকে প্রাধান্য দেন তিনি। তাই অপেক্ষা করেন মনের মতো কাজের৷ বিশেষ দিবসগুলোতে তার ব্যস্ততা তুলনামূলক একটু বেশিই দেখা যায়। তেমনি আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে কাজে ফিরেছেন তিনি। দীর্ঘদিন পর নির্মাণে ফেরা নির্মাতা মাহমুদ দিদারের 'অলৌকিক সংসার' নামক নাটকে সম্প্রতি কাজ করেছেন মানতাশা। এখানে তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক। নাটকটি পরিচালনার পাশাপাশি এর রচনাও করেছেন 'বিউটি সার্কাস'খ্যাত নির্মাতা মাহমুদ দিদার।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন নাটক
- মনোজ কুমার