You have reached your daily news limit

Please log in to continue


ফারহা খানের জিরো থেকে হিরো হওয়ার গল্প

জন্মের সময় তাঁর বাবা কামরান খানের বৃহস্পতি তুঙ্গে। স্টান্টম্যান থেকে প্রযোজক হয়েছিলেন তিনি। সফল কেরিয়ারের পাশাপাশি স্ত্রী মেনকা এবং দুই ছেলে মেয়েকে নিয়ে ভরপুর সংসার। কিন্তু আচমকাই নেমে গেল তাঁর কেরিয়ারগ্রাফ। একের পর এক ছবি ফ্লপ। সংসারের অনটন চরমে উঠল ‘অ্যায়সা ভি হোথা হ্যায়’ ছবির সময়ে। এই ছবিতে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে যান কামরান খান। শেষে অনটন থেকে চরমে ওঠে দাম্পত্য অশান্তি। মেয়ে ফারহা এবং ছেলে সাজিদকে নিয়ে স্বামীকে ছেলে চলে গেলেন মেনকা। তখন ফারহার বয়স মাত্র ১১ বছর। এর আট বছর পরে দেনার দায়ে সুরাগ্রস্ত ও ব্যর্থ প্রযোজক কামরান খান লিভারের অসুখে মারা যান। দুই সন্তানকে নিয়ে তখন মেনকা কার্যত কপর্দকশূন্য। ঘুরে ঘুরে দিন কাটে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে। অথচ, তাঁদেরই এক সময় অবস্থা এত ভাল ছিল, সাহায্য চাইতেন আত্মীয় পরিজনরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন