২৬ হাজার পর্নো-জুয়ার সাইট বন্ধ করেছে সরকার
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে ২২ হাজার পর্নো সাইট ও চার হাজার জুয়ার সাইট বন্ধ করছে সরকার। এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী বলেন, ‘ইন্টারনেট নিরাপদ রাখতে শক্তিশালী প্রযুক্তি আমরা অর্জন করেছি।’
মোস্তাফা জব্বার বলেন, ‘ব্যক্তিগত ডাটা, ফিন্যান্সিয়াল ডাটাসহ সব ধরনের রাষ্ট্রীয় তথ্যের নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। সব রকমের ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, ডাটা নিরাপত্তার প্রয়োজনীয়তা তত বাড়ছে। আবার ডাটা যারা চুরি করছে, তারা প্রযুক্তিগত দিক থেকে খুবই পারদর্শী। এ পরিস্থিতিতে আইনের পাশাপাশি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।