You have reached your daily news limit

Please log in to continue


চুলের সব সমস্যার সমাধান দেবে ঢেঁড়স! জানুন পদ্ধতি

চুল নিয়ে সবাই কোনো না কোনো সমস্যায় ভুগে থাকেন। বেশিরভাগই অভিযোগ করেন যে তার চুলগুলো যেন পাটের আঁশ হয়ে গেছে, মাথায় খুশকি, চুলের কোনো উজ্জ্বলতা নেই ইত্যাদি। চুলের এসব সমস্যার সমাধান রয়েছে আপনার ঘরেই। প্রাকৃতিক এই উপায়ে আপনার চুলের সব সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। তাই অবশ্যই জেনে নেয়া জরুরি সেই উপায়টি সম্পর্কে। জানলে অবাক হবেন, চুলের এসব সমস্যার সমাধানে ঢেঁড়স হতে পারে উপযুক্ত একটি উপাদান। ঢেঁড়স দিয়ে তৈরি কন্ডিশনারেই চুল থাকবে প্রাণবন্ত। চলুন জেনে নেয়া যাক ঢেঁড়সের কন্ডিশনার ব্যবহারে চুলের কী কী উপকার হবে সেই সম্পর্কে-  > চুলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অনেকেই নানা ধরনের কসমেটিক ব্যবহার করে থাকেন। তবে বাজারের অধিকাংশ প্রডাক্টের প্রতি আস্থা রাখাও মুশকিল এখন। এছাড়া সাইড ইফেক্টের ভয় তো আছেই। ঢেঁড়সের তৈরি কন্ডিশনার আপনার চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে, ঠিক যেমনটি আপনি চান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন