স্কুল জীবনের পর সাতক্ষীরায় যাতায়াত ছিল না সাহেদের
ঢাকা রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমের পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তবে স্কুল জীবনের পর সাতক্ষীরায় তাঁর তেমন যাতায়াত ছিল না। শাহেদ করিমের বাবা পৈতৃক সূত্রে অঢেল সম্পত্তির মালিক হলেও বর্তমানে সাতক্ষীরা শহরে একটি ফ্ল্যাট ছাড়া কিছুই নেই তাঁদের। সপরিবারে অনেক আগেই ঢাকা পাড়ি দেন তাঁরা।