কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিশুর সঙ্গে হিমির তুমুল ঝগড়া

সমকাল প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১২:৪৬

ঢাকা শহরের মানুষগুলো নিজের অজান্তেই দুই ভাগে ভাগ হয়ে আছে। এক.বাড়িওয়ালা বলে ডাকি দুই.  ভাড়াটিয়া ।গল্পটা এই দুই শ্রেণীর মানুষদের  স্নায়ুযুদ্ধ নিয়ে। এ গল্পের  নায়কের নাম তীব্র। নামে শুধু তীব্র নয় কাজেও অত্যন্ত তীব্র। সে একজন বাড়িওয়ালার ছেলে। বলতে গেলে হবু বাড়িওয়ালা। সবকিছুতে একটা স্থানীয় মেজাজ তার মধ্যে কাজ করে।

ছোটবেলা থেকে বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের থেকে বেশি সম্মানের অধিকারী হয়,রাজকীয় ভাবের অধিকারী হয় এই মানসিকতা নিয়েই সে বড় হয়েছে।ভাড়াটিয়াদের সাথে স্বাভাবিক ভাবে মেশা যাবে না, তাদেরকে সব সময় একটা শাসনের মধ্যে রাখতে হবে। স্থানীয় লোক হিসেবে তারাই শুধু বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবে। অন্যদিকে তীব্রদের বাসায় ভাড়াটিয়া হিসেবে নতুন  আসে মীরা।  এলাকার স্থানীয়দের যে একটা অলিখিত নিয়ম আরছে সেটা জানা নেই তার । স্থানীয় না হলে ছেলে-মেয়েরা যেমন খুশি তেমন ভাবে চলাফেরা করতে পারবে না ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও