![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2024/05/10/image-803660-1715333247.jpg)
নাম বদলে গানের প্রতিযোগিতায় ইসরাইলি গায়িকা
যুগান্তর
প্রকাশিত: ১০ মে ২০২৪, ১৬:০১
ইসরাইলের প্রতিযোগীকে গানের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়ায় সুইডেনের মালমোতে ১০ হাজারের বেশি মানুষ প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন। খবর রয়টার্সের।
এডেন গোলান যখন ড্রেস রিহার্সাল দিচ্ছিলেন, তখনই বিদ্রুপধ্বনি শোনা যাচ্ছিল। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে গোলানকে তার গানের না বদল করতে হয়েছে। প্রথমে তার গানের নাম ছিল 'অক্টোবর রেইন'। ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভিতরে ঢুকে আক্রমণ করে। তার সঙ্গে মিল থাকায় গোলানকে তার গানের নামবদল করতে বলা হয়।
- ট্যাগ:
- বিনোদন
- প্রতিযোগিতা
- ইসরাইল
- গায়িকা