বিপুল জনপ্রিয় ‘সংশপ্তক’ নাটকটি পুনঃপ্রচার করছে বিটিভি। যে নাটকের হুরমতি বুয়া ও কানকাটা রমজান বিখ্যাত হয়েছিলেন গত শতকের আশির দশকে। রমজান চরিত্রের হুমায়ুন ফরীদি প্রয়াত হয়েছেন। কিংবদন্তিতুল্য ফেরদৌসী মজুমদার ঘরে বসে এখন উপভোগ করছেন সেই নাটক আর স্মৃতিতাড়িত হচ্ছেন। নিজের অভিনয় করা নাটকটি আগে দেখার সুযোগ হয়নি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের।
ঘরে আটকে রেখে মহামারি সেই সুযোগ করে দিয়েছে। নিরবচ্ছিন্নভাবে নাটকটি দেখার সুযোগ পাচ্ছেন তিনি। ভীষণ আনন্দও পাচ্ছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন এক অনুযোগের কথাও। তিনি বলেন, ‘কত যত্নে আবদুল্লাহ আল মামুন এই নাটক বানিয়েছেন। কিন্তু নাটকটি যত্ন করে সংরক্ষণ করা হয়নি। এ নাটক আরও যত্ন করে সংরক্ষণ করার প্রয়োজন ছিল।’ ১৯৮৭ সালের ‘সংশপ্তক’ নাটকের শুটিংয়ের স্মৃতিচারণা করলেন ফেরদৌসী মজুমদার। সময়টা এখনকার মতো ছিল না। যখন যে পর্বের শুটিং হতো, আগেই সেটার মহড়া করা হতো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.