নোয়াখালীতে ৩১০০ পিস ইয়াবাসহ আটক ৬
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে। শুক্রবার দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার আলীপুরের বিবি আয়েশা লিপি, আবুল কালাম জহির, জমিদারহাট এলাকার ফারুক হোসেন, ইমরান হোসেন রকি, ওহিদুজ্জামান ও সাইফুল ইসলাম সুজন।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর আলীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৬০০ পিস ইয়াবাসহ বিবি আয়েশা লিপি ও আবুল কালাম জহিরকে এবং উপজেলার জমিদারহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ ফারুক হোসেন, ইমরান হোসেন রকি, ওহিদুজ্জামান ও সাইফুল ইসলাম সুজন আটক করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- ইয়াবাসহ আটক
- জেলা পুলিশ