৫ দিন আটকে রেখে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক আদিবাসী নারীকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভাড়াবাসায় থাকেন। ফলে স্থানের জটিলতায় এ ঘটনার পর এক সপ্তাহ বেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি জেনেছে বলে জানিয়েছেন। ‘ধর্ষণের শিকার’ ওই নারীর অভিযোগ, ফুলবাড়িয়া উপজেলার হাতিলেট গ্রামের উজ্জ্বল তাঁকে গত ৩ জুলাই ফোন করে জরুরি প্রয়োজনের কথা বলে ফুলবাড়িয়ায় ডাকিয়ে আনেন। পরে তাঁকে হুমকি দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে নিয়ে একটি ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে। এ ছাড়া তাঁর কাছে থাকা স্বামীর এক লাখ ৩০ হাজার টাকাও হাতিয়ে নেয় উজ্জ্বল। পরে তাঁকে একটি জঙ